স্পোর্টস ডেস্ক /S.H:
শ্রীলঙ্কা বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পাঁচ ইউকেটে জয় তুলে নেয় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ১৮৫ রানে গুটিয়ে যাওয়া শ্রীলকাকে পাঁচ ইউকেটে হারিয়ে জয় ছিনিয়ে নেয় ইংলিশরা।
২৯ জুন থেকে শুরু হওয়া ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজে টসে হেরে ব্যাট করতে নামেন লঙ্কানরা। ম্যাচে শুরু থেকেই ইংলিশ বোলারদের চাপে থাকেন লঙ্কান বাহিনী। অধিনায়ক কুশল পেরেরা, মিডল অর্ডারে হাসারাঙ্গা ও চামিকা করুনারত্নের ব্যাটে রান কোনমতে দুইশর কাছাকাছি যেতে পারেন দলটি। দলের হয়ে ৮১ বলে সর্বোচ্চ ৭৩ রান করেন অধিনায়ক কুশল পেরেরা। হাসারাঙ্গা করেন ৬৫ বলে ৫৪ রান এবং চামিকা করেন ৩৩ বলে ১৯ রান। এরপর লঙ্কানদের আর কেউ ১০ গন্ডিতেও পৌছাতে পারেনি। ৪২.৩ ওভারে মাত্র ১৮৫ রানে অল আউট হয় পেরেরা বাহিনী। ইংলিশদের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেন ক্রিস ওকস। এছাড়া ডেভিড উইলি বল হাতে তুলে নেন দু’টি উইকেট ও মইন আলী বল হাতে নেন একটি উইকেট। আর বাকি দুটি ছিল রান আউট। জয়ের লক্ষ্যে মাঠে নেমে খুব বেশি কষ্ট করতে হয়নি মরগান বাহিনীদের। ২১ বলে ৪৩ রানের একটি দারুণ ইনিংস খেলেন জনি বেয়ারস্টো। কিন্তু ফার্নান্দোর বলে বোল্ড হয়ে ফিরতে হয় বেয়ারস্টোকে। অধিনায়ক মরগান দলের জন্য তেমন কোন কিছু করতে পারেনি। মাত্র ১৭ বলে ৯ রান করে মাঠ ছাড়েন ইংলিশ অধিনায়ক। এরপর মাত্র ৮ বলে ৩ রান করে আউট হয় আরেক ইংলিশ ব্যাটসম্যান বিলিংস। তারপর দলের হাল ধরেন ইংলিশ ব্যাটসম্যান রুট৷ দলের হয়ে ৮৭ বলে সর্বোচ্চ ৭৯ রান করেন এই ইংলিশ ব্যাটসম্যান। ৫৭ বলে ২৮ রান করেন মঈন আলী৷ ৯ বলে ৯ রানে অপরাজিত থাকেন স্যাম কুরান। সহজ জয় দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেন বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। লঙ্কানদের হয়ে তিনটি উইকেট নেন দুশমন্থ চামিরা। ফার্নান্দো ও করুনারত্নে নেন একটি করে উইকেট। ১ জুলাই অনুষ্ঠিত হবে ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ।