মোঃ আমিন আহমেদ, সিলেট প্রতিনিধিঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের সীমান্ত এলাকার তামাবিল সীমান্ত দিয়ে ২৯ জুন অনুপ্রবেশের সময় এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বিজিবি’র নৌজওয়ানরা৷ জানা যায় বাংলাদেশের তামাবিল এলাকা থেকে এক যুবক আন্তর্জাতিক সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করে ৷
সীমান্ত ডিঙিয়ে অনুপ্রবেশের সময় সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকা বিবি’র নৌজওয়ানরা তাকে আটক করে ৷ তার কাছ থেকে তাঁর কিছু ব্যবহারি জামাকাপড় সহ একটি মোবাইল ফোন অন্যান্য উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন তামাবিল ক্যাম্প কমান্ডার সুবেদার মোঃ সুরুজ আলী। তাকে আটক করে গোয়াইনঘাট থানা পুলিশের হাতে তুলে দিয়েছে৷ বেআইনিভাবে অনুপ্রবেশ কড়ায় নির্দিষ্ট থানায় তার বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে পুলিশ ৷
উল্লেখ্য, সীমান্ত অতিক্রম করে প্রায়ই ভারত থেকে লোকজন দেশে অনুপ্রবেশ করে চলেছে বলে অভিযোগ ৷ সন্ত্রাসবাদীরা বাংলাদেশে আশ্রয় নিয়ে এ ধরনের কার্যকলাপ সংগঠিত করার পথ প্রস্তুতি করছে বলে জানা গেছে ৷ তারা সীমান্ত দিয়ে যাতায়াত করছে বলে পুলিশ ও বিজিবি’র কাছে সুনির্দিষ্ট খবর রয়েছে৷ এরই পরিপ্রেক্ষিতে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে ৷ তবে জাফলংয়ের তামাবিল সীমান্তে আটক যুবকের কাছ থেকে আপত্তিকর কোনো জিনিসপত্র উদ্ধার করা যায়নি ৷ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ৷ অনুপ্রবেশ রোধে বিজিবি নৌজওয়ানদের তৎপরতা আরো বাড়ানো হয়েছে বলে জানা গেছে। তামাবিল ৪৮ ব্যাটেলিয়ান বিজিবি’র ক্যাম্প কমান্ডার সুবেদার মোঃ সুরুজ আলী।
এই বিষয়ে জানতে চাইলে গোয়াইনঘাট থানার এস আই লিটন রায় জানান মহামারি করোনার সংক্রমণে সারাদেশ আতঙ্কিত আজ এক নাইজেরিয়ান যুবক আটক করা হয়েছে বাংলাদেশের সীমান্ত পথে আরও কড়াকড়ি নজরদারি আমাদের ভবিষ্যতেও অব্যাহত থাকবে।