আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম দুটি ম্যাচই জিতে নিয়েছিল আফগানিস্তান। রোববার তৃতীয় ও শেষ ম্যাচটি ছিল নিয়মরক্ষার। আফগানদের প্রধান স্পিন অস্ত্র রশিদ খান গড়লেন বিশ্বরেকর্ড। প্রথম আফগান বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করেছেন। পাশাপাশি ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বিশ্বের প্রথম বোলারে হিসেবে পর পর চার বলে চারটি উইকেট তুলে নিয়েছেন তিনি।ভারতের দেরুদানে ১৬তম ওভারের শেষ বলে কেভিন ও’ব্রায়েনের উইকেটটি শিকার করেন রশিদ। ১৮তম ওভারের বল করতে এসে প্রথম তিন বলে তিনি ফেরত পাঠান যথাক্রমে জর্জ ডকরেল, শেন গেটকেট ও সিমি সিংকে। ইনিংসে শেষ ওভারের দ্বিতীয় বলে জোস লিটলকেও আউট করেন রশিদ। সব মিলিয়ে ৪ ওভারে ২৭ রানের বিনিময়ে ৫টি উইকেট নেন আইসিসি’র এক নম্বর টি-টোয়েন্টি বোলার।বর্তমান বিশ্বের সেরা এই লেগ স্পিনারের অবশ্য এটাই সেরা আন্তর্জাতিক টি-টোয়েন্টি বোলিং গড় নয়। এর আগে আরও একবার ইনিংসে পাঁচ উইকেট নেয়ার কৃতিত্ব অর্জন করেন তিনি। পাকিস্তানের বিপক্ষে মাত্র ৩ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন রশিদ খান। সার্বিকভাবে এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টির ক্রিকেটে সপ্তম হ্যাটট্রিকের নজির। তবে পর পর চার বলে চার উইকেট ২০ ওভারের ক্রিকেটে আর কারও নেই। ওয়ানডে ইন্টারন্যাশনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা চার বলে চার উইকেট নিয়েছিলেন। সেদিক থেকে আন্তর্জাতিক ক্রিকেটে এমন নজির দ্বিতীয়।আইরিশদের বিপক্ষে তৃতীয় ম্যাচে শেষ পর্যন্ত ৩২ রানে পরাজিত করে হোয়াইটওয়াশ করে আফগান বাহীনি। প্রথমে ব্যাট করে রশিদের দল ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১০ রান করে। মোহাম্মদ নবী ৬টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ৮১ রান করেন।পালটা ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ২০ ওভারে ৮ উইকেটে ১৭৮ রানে আটকে যায়। ও’ব্রায়েন ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ৭৪ রান করেন৷ রশিদ সিরিজের তিন ম্যাচে ১১টি উইকেট নিলেও সিরিজ সেরা হয়েছেন মোহাম্মদ নবী৷
ম্যাচের সেরার পুরস্কারটিও নিয়েছেন এই অলরাউন্ডার।