তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ রোজ শনিবার (২৬ জুন) সিভিল সার্জন অফিস থেকে পাওয়া তথ্যমতে সর্বশেষ গত ২৪ ঘন্টায় ১৬১ টি নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২৫ শতাংশ। জেলায় এ পর্যন্ত মোট ২৮৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় সুস্থতা নেই। মোট সুস্থ হয়েছেন ২৫৭২ জন।
সিভিল সার্জন অফিসের তথ্যমতে, মোট মারা গেছেন ৩৪ জন। উল্লেখ্যঃ মৌলভীবাজারের বাইরে সিলেট বা ঢাকা বা অন্য কোথাও করোনা পরীক্ষার নমুনা দিলে, সে তথ্য বা টেস্ট রিপোর্ট মৌলভীবাজারের হিসেবে অন্তর্ভুক্ত করেনা সিভিল সার্জন অফিস। সেটা সংশ্লিষ্ট জেলার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। সে হিসেবে মৌলভীবাজারের মৃত্যু ও আক্রান্ত আরও অনেক বেশি হবে।
এদিকে করোনা প্রতিরোধে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে মোবাইল কোর্ট ও মাস্ক বিতরণ অব্যাহত রেখেছে জেলা ও উপজেলা প্রশাসন।
সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও আট হাজারের বেশি মানুষ। শনিবারের (২৬ জুন) আপডেট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৮৯৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে প্রায় ৯৫৫। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৯ লাখ ২৪ হাজার ৯৭২ জনে। এছাড়া একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ৯ হাজার। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ কোটি ১১ লাখ ৭৫ হাজার ৫৬১ জনে।
এদিকে বাংলাদেশে শুক্রবারের (২৫ জুন) আপডেট অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০৮ জনের মৃত্যু হয়েছে, যা একদিনের মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় সর্বোচ্চ। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৭৬ জনে।
একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫ হাজার ৮৬৯ জন। এ নিয়ে মোট শনাক্ত সংখ্যা দাঁড়াল ৮ লাখ ৭৮ হাজার ৮০৪ জনে।