লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ সৌদি বাদশার নিজস্ব সাহায্য সংস্থা কিং সালমান হিউম্যানেটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার (king Salman humanitarian aid & relief centre) অর্থায়নে এবং প্রকল্পের কৌশলগত অংশীদার ও বাস্তবায়নকারী সংস্থা ওয়ার্ল্ড মুসলিম লীগ (Muslim World League) এর সহযোগিতায়, লোকাল পার্টনার আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় কক্সবাজার জেলার উখিয়া কুতুপালং, ভাসানচর এ বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক এবং সাতকানিয়া লোহাগাড়াসহ বাংলাদেশের বিভিন্ন স্থানের দুঃস্থ-দরিদ্র পরিবারের মাঝে ৮০ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণের অংশ হিসেবে ১৯ জুন শনিবার দিনব্যাপী সাতকানিয়া ও লোহাগাড়ায় পাঁচ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটের বাজার মূল্য প্রায় পাঁচ হাজার টাকা।
সাতকানিয়া মাদার্শা বাবুনগর স্কুল মাঠে সকাল ১০টায় খাদ্য প্যাকেট বিতরণ করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম চৌধুরী, উপজেলা আ’লীগের সহ সভাপতি মাস্টার ফরিদুল আলম, মাদার্শা ইউনিয়ন চেয়ারম্যান আ.ন. ম সেলিম চৌধুরী, স্থানীয় সাংসদের একান্ত সচিব ও উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য এরফানুল করিম চৌধুরী, আওয়ামীলীগ নেতা কায়সারুল আলম চৌধুরী, মাদার্শা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হামিদ সিকদার, যুবলীগ নেতা আবুল হোসেন মনু,সাতকানিয়া বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সাংগঠনিক সম্পাদক কচির আহমদ কায়সার যুবলীগ নেতা দেলোয়ার হোসেন বেলাল প্রমুখ।
লোহাগাড়া মোস্তাফিজুর রহমান কলেজে দুপুর ২টায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকের হোসাইন মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সহ সভাপতি নিবাস দাশ সাগর, লোহাগাড়া ইউপি চেয়ারম্যান নুরুচ্ছাফা চৌধুরী, আব্দুল জব্বার, নুরুল আলম জিকু, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু, উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলে এলাহি আরজু, পদুয়া ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন, চরম্বা ইউপি চেয়ারম্যান মাস্টার শফিকুর রহমান, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান মুহাম্মদ ইউনুচ, কলাউজান ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, লোহাগাড়া বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ এর সভাপতি মিজানুর রহমান মিজান,লোহাগাড়া উপজেলা তাঁতীলীগের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ।