তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারে ৮ জন বীরাঙ্গনা মাকে সম্মাননা দিয়েছে বেসরকারি সংগঠন গবেষণা ও উন্নয়ন কালেকটিভ (আরডিসি)। শুক্রবার (১৮ জুন) মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে সদর ও কমলগঞ্জ উপজেলার ৮জন বীরাঙ্গনা মায়ের সম্মাননা দেয়া হয়।
গবেষণা ও উন্নয়ন কালেকটিভ-এর সাধারণ সম্পাদক জান্নাত-ই ফেরদৌসীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
সালেহ এলাহী কুটির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন, মুক্তিযুদ্ধের গবেষক দীপংকর মোহান্ত।
অনুষ্ঠানে আরডিসির পক্ষ থেকে প্রত্যেক বীরাঙ্গনাকে নগদ পাঁচ হাজার টাকা ও পৌরসভার পক্ষ থেকে খাদ্য সহায়তা এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেয়া হয়।
এছাড়াও গৃহহীন ২ জন বীরাঙ্গনাকে জমিসহ ঘর নির্মাণ করে দেয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক।
সম্মাননাপ্রাপ্ত বীরাঙ্গনা মায়েরা হলেন, জয়ন্তী বৈদ্য, মঙ্গলা রানী বৈদ্য, অশকা কর, খেলা রানী, অনিতা কর, কমলগঞ্জের জয়গুন নাহার খানম, লীলা বেগম ও রেনু বেগম।