নারায়ণগঞ্জ প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম :অর্থ সূচকে পাকিস্তানের চেয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। উচ্চ প্রবৃদ্ধির হার ও নিম্ন জনসংখ্যা বৃদ্ধির হারের কারনে এ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ।
১৯৭১ সালে যখন বাংলাদেশ স্বাধীনতা লাভ করে তখন দেশটি বেশিরভাগ অর্থ – সামাজিক সূচকে পাকিস্তানের চেয়ে অনেক পিছিয়ে ছিলো। কিন্তু আজ বাংলাদেশ পাকিস্তানের চেয়ে মানব উন্নয়নের সব সূচকে এগিয়ে।এর কারন পাকিস্তান সন্ত্রাসবাদ ও পরমাণু অস্ত্র উৎপাদনে তার সময় ও সম্পদ বিনিয়োগ করেছে। ফলে আজ বাংলাদেশের পিছনে আছে পাকিস্তান।
বিশ্বব্যাংকের একক হিসাব অনুযায়ী নব্বই দশকে পাকিস্তানের গড় আয় ছিলো মাথাপিছু ২০৬০ ডলার, ভারতের ১১২০ ডলার এবং বাংলাদেশের মাত্র ৮৫০ ডলার।
কিন্তু ২০১৭ সালে বাংলাদেশের মাথাপিছু গড় আয় ৫ গুণ বেড়ে হয়েছে ৪০৪০ ডলার,ভারতের ৭০৬০ ডলার আর পাকিস্তানের ৫৮৩০ ডলার যা আগের থেকে ৫ গুণ এগিয়ে আছে বাংলাদেশ।
এ অবস্থায় বাংলাদেশ চলতে থাকলে পাকিস্তান কে পিছনে ফেলতে সময় লাগবে না খুব একটা।
বর্তমান সময়ের সরকার জননেত্রী শেখ হাসিনা তার মেধা ও শ্রম দিয়ে এগিয়ে নিয়ে যাবে সোনার বাংলাদেশ ।