তিমির বনিক, মৌলভীবাজার সংবাদকর্মীঃ মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামানের পরিচালনায় সঙ্গীয় টিম রোজ মঙ্গলবার (৮জুন) বিকেল ৪ঘটিকায় টিমের চৌকস অফিসার এসআই মোঃ মাসুক জেলার শ্রীমঙ্গল থানাধীন অভিযান পরিচালনা করে গোপন তথ্য মোতাবেক টিপড়া ছড়া চা-বাগানের বাংলাটিলা চৌমুহনার ৫৫ ব্যাটালিয়ান বর্ডার গার্ড, হরিনছড়া বিওপি সাইনবোর্ডের সামনে থেকে ১ জনকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তি চৈতন্য মুন্ডা(৪৮), আটককৃত ব্যাক্তি থেকে ২ কেজি গাঁজা জব্দ করা হয়। জানা যায় হরিনছড়ার মাংরা বস্তির পবন মুন্ডার ছেলে চৈতন্য মুন্ডা।
তাহার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বাদী হয়ে এসআই মোঃ মাসুক মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। গোয়েন্দা পুলিশের সকল রকম আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়েছে।
এর সত্যতায়, শ্রীমঙ্গল থানার পুলিশের অসি(তদন্ত) হুমায়ুন কবির জানায় আসামী চৈতন্য মুন্ডার নামে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে এবং সকাল রোজ বুধবার মৌলভীবাজার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে নিশ্চিত করেন।
উল্লেখ্যঃ মৌলভীবাজার জেলাকে মাদক মুক্ত রাখতে ডিবি টিমের অভিযান চলমান থাকবে।