সাতক্ষীরায় নামে বেনামে বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও পত্রিকার জাল পরিচয়পত্র ব্যবহার করে ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষকে হুমকি দিয়ে চাঁদা আদায় করছে এক শ্রেণীর ভুয়া সাংবাদিক৷ এতে বিপাকে পড়ছেন পেশাদার সাংবাদিকরা৷
সাতক্ষীরার নগরঘাটায় ঠিক এই ধরনের এক সাংবাদিকের সাথে দেখা। তার মোটরবাইকেও লাগানো ছিল SM টেলিভিশন নামক ভুয়া চ্যানেলের স্টিকার৷ সে নিজেকে সাংবাদিক দাবী করে। যখন তার ছবি তুলতে যাই তখন সে এইভাবে মুখ ঢেকে রাখে।
দৈনিক ভোরের পাতা’র স্টাফ রিপোর্টার সেই ভুয়া সাংবাদিকের প্রশ্ন করলে তিনি জানান, SM TV এর তিনি সাতক্ষীরা প্রতিনিধি। আর শিক্ষাগত যোগ্যতার কথা….। এরপর তার ফিজিক্যাল এ্যাপেয়ারেন্স অন্য কথা বলছে।
একজন পেশাদার সাংবাদিক জানিয়েছে, এই ধরনের সাংবাদিকদের জন্য প্রায় প্রতিদিনই নানা বেআইনি তত্পরতার খবর পান৷ চলতি বছরে তারা এ পর্যন্ত অন্তত ২০ জন ভুয়া সাংবাদিকে আটক করেছেন৷
তিনি আরোও জানান, এইসব ভুয়া সাংবাদিকদের ঠাটবাট এমন যে তাদের সাধারণ মানুষ সহজে ধরতে পারেন না৷ এমনকি পেশাদার সাংবাদিকরাও তাদের দেখে মাঝেমধ্যে বিভ্রান্ত হন৷ আর ক্যামেরায় জাল স্টিকার লাগিয়ে মানুষকে ভয়-ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে৷
সাতক্ষীরার কয়েকজন পেশাদার সাংবাদিক জানান, এদের চিহ্নিত করতে পুলিশকে উদ্যোগ নিলেই হবে না, বিভিন্ন সংবাদমাধ্যম এবং সাংবাদিক ইউনিয়নকে ভুয়া সাংবাদিক চিহ্নিত করতে ব্যবস্থা নিতে হবে৷ নয়ত সাংবাদিকদের প্রতি মানুষের আস্থা কমে যাবে আর পেশাদার সাংবাদিকরা বিব্রতকর অবস্থায় পড়বেন৷