রাসায়নিকের গুদাম না সরানো দুঃখজনক উল্লেখ করে সবাইকে সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চকবাজার চুড়িহাট্টা ট্র্যাজেডির ঘটনায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটা নাগাদ বার্ন ইউনিটে যান প্রধানমন্ত্রী।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নানা ধরনের প্রশ্ন করছেন সাংবাদিকরা, তাদের কাছে আমার প্রশ্ন, এখন কি প্রশ্ন করার সময়? ৪৮ থেকে ৭২ ঘন্টার আগে রোগীর কাছে ক্যামেরা নিয়ে যাওয়া, তাকে দেখা ছবি তোলা বন্ধ করতে হবে। এতে রোগীরা ইমোশনাল হয়ে যায়, এতে তাদের ক্ষতি হয়, তাদের ইনফেকশন হতে পারে।
তিনি আরো বলেন, আমাদের দেশে কোন ঘটনা ঘটলে এত লোক জমে যায় উদ্ধার কাজে যাওয়ার মত রাস্তা থাকে না, উদ্ধার কাজ ব্যাহত হয়। ঠিক সময় উদ্ধার কাজের ব্যবস্থা নেওয়া যায় না। সবাইকে এই বিষয়গুলোতে নজর দেওয়ার জন্য অনুরোধ করবো। আপনারা নানা ধরনের প্রশ্ন করে রোগীদের ইমোশনাল করবেন না।