আজিজুর রহমান প্রিন্স, ঢাকা, বাংলাদেশ: দেশ নিয়ে ভাবেন অনেকেই। প্রবাসিদের মধ্যে এই প্রবনতা আরও বেশী। দেশে কিছু হলেই বিদেশে বাঙালীরা ব্যতিব্যস্ত হয়ে পরে। কারন তারা দেশকে ভালবাসে। বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে পক্ষে বিপক্ষে বহুরকম আলোচনাই শুনেছি। এক পক্ষ দাবী করে দেশ ধ্বংস হয়ে গেছে। আবার অন্যরা দাবী করে দেশ উন্নত হয়েছে। বিদেশী পর্যবেক্ষকরা বলে বাংলাদেশ বদলে গেছে। যে সব দেশ বাংলাদেশকে নিয়ে ব্যঙ্গ করত। তলাবিহীন ঝুড়ি বলে তাচ্ছিল্য করত। তারাও এখন বাংলাদেশের উন্নয়ন দেখে বিস্ময় প্রকাশ করে বলে ” বাংলাদেশ উন্নয়নের মডেল”। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন। এই উন্নয়ন চোখে না দেখলে বিশ্বাস করা যাবেনা।
অর্থনৈতিকভাবেও বাংলাদেশ এখন অনেক দেশের চেয়ে ভাল অবস্থানে। করোনায় বিশ্ব অর্থনীতি যখন বিধ্বস্থ্য তখন বাংলাদেশের অর্থনীতি স্থিতিশিল রয়েছে। উৎপাদন, রপ্তানী এবং রাজস্ব দেশের অবস্থান ধরে রেখেছে। ফসল উৎপাদন হয়েছে রেকর্ড পরিমান। খাদ্য ঘটিতি নেই দেশে। ১১ বছরে দেশের যে উন্নয়ন হয়েছে তা বিগত চল্লিশ বছরে হয়নি। এরপরেও কিছু মানুষের অভিযোগের শেষ নেই। তাদের চোখে দেশে কোন উন্নয়নই হয়নি। শুধু বিরোধিতার জন্য সত্যকে অস্বিকার করা অমার্জিনীয় অপরাধ। অসত্য ভাষনকে সম্বল করে প্রবাসে কিছু মানুষ অপপ্রচার চালাচ্ছে। তাদের বক্তব্য শুনে মনে হয় যেন তারা কালই সরকার দখল করে ফেলবে। সরকারের বিরুদ্ধে হলে অপরাধকেও তারা সমর্থন দেয়। অকথ্য ভাষায় গালিগালাজ করে সোশ্যাল মিডিয়াতে। তাদের উত্তেজনা দেখে মনে হয় তারাই দেশের ত্রানকর্ত্তা। কিন্তু রাজনীতির শর্ত হল জনগনের হয়ে জনগনের স্বার্থে জনগনের সঙ্গে রাজনীতি করতে হবে। বিদেশে গিয়ে নিরাপদ আশ্রয়ে বসে রাজনীতি করলে তা রাজনীতি হয়না। দেশে এসে একই কথা বলে দেখুন। জনগনই জবাব দিবে। করোনা নিয়ে বিদ্রুপ করেছে নেতারা। কি বলেছে তা গনমাধ্যমেই প্রচার হয়েছে। কিন্তু পৃথিবীর অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশ অনেক বেশী সফলভাবে করোনা মোকাবেলা করেছে।
এখন বিশ্ব বিবেচনাতে এবং আন্তর্জাতিক রিপোর্টেও বাংলাদেশ সরকারের ভূমিকার প্রশংসা করা হচ্ছে। প্রতিবেশী ভারত এখনো বিপর্যস্থ। সেই তুলনায় বাংলাদেশ সহনীয় অবস্থায় রয়েছে। এর জন্যই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রসংশা করেছে সকলে। যারাই রাজনীতি করেন আর পক্ষে বিপক্ষে বক্তব্য দেন দেশের মানুষ এখন আর কাউকেই বিশ্বাস করেনা। ভিন্ন মতের হলেও শেখ হাসিনাকেই নেতা মনে করে। ভরসাও করে। অন্য কেউ ক্ষমতায় এলে দেশের এই অবস্থানটি আর থেকবেনা। কারন শেখ হাসিনাই সৎ।