স্পোর্টস ডেস্ক/S.H:
আজ থেকে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ ২০২১। জাতীয় দলের সব খেলোয়াড় থাকলেও থাকছেনা বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। করোনার কারণে হঠাৎ বিসিবি সিদ্ধান্ত নেন ডিপিএল শুরু করার। প্রস্তুতি না থাকায় শুরুর ম্যাচগুলোতে খেলতে পারছে না মাশরাফি।
আবাহনী ও পারটেক্সের খেলা দিয়ে শুরু হচ্ছে ২০২১ সালের ডিপিএল আাসর। ১২ দল নিয়ে টি-টোয়ান্টি এই টুর্নামেন্টে রয়েছে জাতীয় দলের সব খেলোয়াড়। আবাহনী দলের অধিনায়ক মি.ডিফেন্ডার মুশফিকুর রহিম । প্রাইমে অধিনায়কত্ব করছে তামিম ইকবাল ও মোহামেডানের জন্য অধিনায়কত্ব করছে সাকিব আল হাসান। আর আগে থেকে প্রস্তুতি না থাকায় টুর্নামেন্টের শুরু থেকে থাকছে না মাশরাফি বিন মুর্তজা। এই বিষয়ে তিনি জানান “আগে নিয়মিত খেলার মধ্যে থাকতাম। বিরতিতে থাকলেও লিগ শুরুর অনেক আগে জানতে পারতাম, তখন প্রস্তুতি নিতাম। এখন তো সেই পরিস্থিতি নেই।” তিনি আরও জানান প্রস্তুতি ছাড়া মাঠে নামা কঠিন। এখন থেকে তিনি প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা করছেন এবং টুর্নামেন্টের শেষের ম্যাচগুলোতে তাকে দেখা যাবে বলে জানান তিনি।