স্পোর্টস ডেস্ক /S.H:
শুক্রবার মিরপুর স্টেডিয়ামে ছিল বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার শেষ ওয়ানডে। হোয়াইটওয়াশ করার ইচ্ছা থাকলেও শেষ ম্যাচে জয় লাভ করতে ব্যর্থ হয় তামিম বাহিনী। তার সাথে আম্পায়ারের সিদ্ধান্ত মেনে না নেয়ার জন্য ম্যাচ ফির ১৫ শতাংশ অর্থ জরিমানা গুনতে হয় টাইগার অধিনায়ক তামিম ইকবালকে।
লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত দ্বিতীয় ম্যাচেই করেছিল টাইগাররা। এটি ছিল লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের প্রথম সিরিজ জয়। তবে শেষ ম্যাচে সুবিধা করতে পারেনি টাইগাররা। ৯৭ রানের ব্যবধানে জয় লাভ করে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে ব্যাট করতে নামা তামিমকে দশতম ওভারে আউট দেয় আম্পায়ার। কিন্তু শতভাগ নিশ্চিত তামিম কোনো ভাবেই তার আউট মেনে নিতে না পেরে রিভিউ নেন। রিভিউতেও দেখা যায় আলতো করে বল ব্যাটে লেগে তা যায় কিপারের হাতে। শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয় তামিমকে, যেতে যেতে নিজের ক্ষোভ প্রকাশ করে যায় টাইগার অধিনায়ক। আইসিসির আচরণবিধির লেভেল ওয়ান ধারা লঙ্ঘনের কারণে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা তার সাথে একটি ডিমেরিট পয়েন্ট পেতে হয় তামিম ইকবালকে। আইসিসির এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন টাইগার অধিনায়ক।