রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গত বৃহস্পতিবার (২০ মে) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন মহাসড়কে রাণীশংকৈল প্রেসক্লাব ও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে ঘন্টাব্যাপি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে পেশাগত দায়িত্ব পালনের সময় সচিবালয়ে আটকে রেখে হেনস্তা করা, নির্যাতনের বিচার ও তাঁর মুক্তির দাবিতে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
মানববন্ধন বক্তব্য রাখেন, জেলা ওয়ার্কাস পাটির সভাপতি ও ওয়ার্কাস পাটির সাবেক এমপি অধ্যাপক ইয়াসিন আলী, জেলা ওয়ার্কাস পাটির নেতা ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) তাজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ও ঠিকাদার আনিসুর রহমান বাকী। প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ, সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা যুব লীগের যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক মোস্তাফিজুর রহমান, সাংবাদিক খুরশিদ আলম শাওনসহ অন্যান্য সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ।
এছাড়াও মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক- সামাজিক- সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা, অবিলম্বে সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তিসহ মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সাথে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমুলক শাস্তিরও দাবি জানান।