স্পোর্টস ডেস্ক/S.H:
ভারতের করোনা প্রকোপের কারণে দেশটির সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দেয় অস্ট্রেলিয়া। এতে ভারতে আটকে যাওয়া অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা মালদ্বীপ হয়ে গতকাল ৩৮ জনের দল নিয়ে অস্ট্রেলিয়ায় পৌঁছায়।
মহামারির মধ্যেই শুরু হয়েছিল এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। করোনার প্রকোপে মধ্যেও সমালোচনাকে পাশ কাটিয়েই চলছিল ২০২১ সালের আইপিএল । তবে শেষ রক্ষা পায়নি আইপিএল কর্তৃপক্ষ । করোনায় আক্রান্ত হয় বিভিন্ন দলের বেশকিছু ক্রিকেটার এবং স্টাফরা । সম্পূর্ন অনিচ্ছায় আইপিএল বন্ধের সিদ্ধান্ত গ্রহন করে কর্তৃপক্ষ । ফলে মাঝপথেই বন্ধ করে দেওয়া হয় এবারের আসর। এরপরই নিজ নিজ দেশে ফিরে যেতে শুরু করেন ক্রিকেটাররা। ইতোমধ্যে দেশে ফিরে গেছেন সব ক্রিকেটার তবে দেশে ফিরতে পারিনি অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। মহামারির কারণে বিমান যোগাযোগ বন্ধ করে দেয় অস্ট্রেলিয়া। আটকে যাওয়া ক্রিকেটারদের নিজ খরচে অস্ট্রেলিয়ায় ফেরতের উদ্যোগ গ্রহন করে আইপিএল কর্তৃপক্ষ । অস্ট্রেলিয়ায় ফেরত যাওয়ার বিমান ভাড়া এবং কোয়ারেন্টাইন খরচ দেওয়া হয়েছে তাদের।
১৩ দিন পর ৩৮ জনের দল নিয়ে মালদ্বীপ হয়ে সোমবার সিডনিতে পৌঁছায় অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। দেশে পৌঁছে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকে নিজ নিজ বাড়ি ফিরবে ক্রিকেটাররা ।