স্পোর্টস ডেস্ক/S.H:
সময়টা দারুন যাচ্ছে পাকিস্তান দলের । সোমবার সকালে ইনিংস ব্যবধানে জিম্বাবুয়েরে হারিয়ে এটা টানা ষষ্ঠ সিরিজ জয় করল পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ও টি২০ সিরিজ জয়ের পর প্রোটিয়াদের মাঠে ফিরতি সফরেও ওয়ানডে ও টি২০ সিরিজে জেতেন তারা। এবার জিম্বাবুয়ের বিপক্ষে টি২০ ও টেস্ট সিরিজ জিতেন বাবর আজমের দল। তবে আনন্দের তালিকা থেমে থাকেনি এখানেই পাকিস্তানের প্রথম অধিনায়ক হিসেবে প্রথম চার টেস্ট জয়ের মুখ দেখলেন বাবর আজম। সব মিলিয়ে বাবর আজম হলেন অষ্টম ক্রিকেটার যে অধিনায়ক হিসেবে প্রথম চার টেস্ট জিতেছেন এবং অধিনায়ক হিসেবে এমন রেকর্ড পাকিস্তানের আর কোনো অধিনায়কেরও নেই।
জিম্বাবুয়েকে ২-০-তে হোয়াইটওয়াশ করে বাবর আজমের দল। পেসার হাসান আলী দুই টেস্টে ১৪ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কার পায়। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেয় হাসান আলী এবং দ্বিতীয় ইনিংসে পাঁচটি করে উইকেট শাহিন আফ্রিদি ও নুমান আলী। ১৯৯৩ সালের পর এই প্রথম পাকিস্তানই কোনো এক টেস্টে তিন বোলার ৫ উইকেট শিকার করেছে। ডাবল সেঞ্চুরি করে আবিদ আলী ম্যাচসেরা হলেন।