মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৭নং জাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও ১৭নং জাহাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সফল সভাপতি এবিএম. সিদ্দিকুর রহমান তার নিজস্ব অর্থায়নে ১৭নং জাহাপুর ইউনিয়নে গরীব অসহায় কর্মহীন পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।গেল সোমবার সকাল থেকে ১৭নং জাহাপুর ইউনিয়নের অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করেন।
১৭নং জাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এবিএম. সিদ্দিকুর রহমান বলেন,সারাদেশে করোনার দ্বিতীয় ঢেউ মহামারী আকারে ধারণ করায় দেশব্যাপী চলছে লকডাউন।গরীব অসহায় হতদরিদ্র পরিবার কর্মহীন হয়ে পড়ায় লকডাউন ও সামনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ এর নির্দেশনায় ১৭নং জাহাপুর ইউনিয়নের গরীব অসহায় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে আমার নিজস্ব অর্থায়নে উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করে যাচ্ছি।তিনি সমাজের সকল বিত্তশালীদের উদ্দেশ্য করে বলেন আপনারা সকলেই অসহায় গরীব মানুষের পাশে দাঁড়ান এবং সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
এবিএম. সিদ্দিকুর রহমান আরো জানান সামনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ ও সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে।তিনি সকলকেই সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং এমপি আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ এর দির্ঘায়ু কামনা করেন।ঈদ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন,স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ।