আন্তর্জাতিক ডেস্কঃ আজ বুধবার (৫ মে) ভারতের পশ্চিমবঙ্গে পুনরায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আজ তিনি তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। দলীয় নবনির্বাচিত বিধায়করা তাঁকে পরিষদীয় দলের নেত্রী নির্বাচিত করেছেন বলে দলটির মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন গত সোমবার।
আগামী বৃহস্পতিবার (৬ মে) থেকে তৃণমূলের নির্বাচিত বিধায়করা শপথ নেবেন। বিধায়কদের শপথগ্রহণ করাবেন বিমান বন্দ্যোপাধ্যায়। পরে বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে বিধানসভার অধ্যক্ষের ভার দেওয়া হবে। মমতার কাছে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণই প্রধান কাজ। কোভিড পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে ২৯২ আসনের মধ্যে ২১৩ আসনে জয়ী হয়েছে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, হিন্দুত্ববাদী বিজেপি পেয়েছে ৭৭ টি আসন। অন্যরা ২ টি আসনে জয়ী হয়েছে। এছাড়া ২ টি আসনে প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট হয়নি। রাজ্যে বিপুলভাবে তৃণমূল প্রার্থীরা জয়ী হলেও খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম আসনে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন। মমতা জয়ী হয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর ছড়ালেও পরবর্তীতে জানা যায় মমতা পরাজিত হয়েছেন। তবে মমতা অবশ্য ওই কেন্দ্রে পুনর্গণনার দাবি জানিয়েছেন।