লালমনিরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নজরুল হক পাটোয়ারী ভোলা (নৌকা), জাহিদ হাসান ডাবলু (লাঙ্গল), কামরুজ্জামান সুজন (আনারস)। ভাইস চেয়ারম্যান পদে জাবেদ হোসেন (উড়োজাহাজ), জহুরুল ইসলাম টিটু (তালা), হেলাল হোসেন (বই), শ্রী হৃদয় চন্দ্র বর্মন (টিউবওয়েল)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে এ্যাডঃ মাসুমা ইয়াসমিন (কলস), লতিফা বেগম লাকি (ফুটবল)।
আদিতমারী উপজেলা চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম (নৌকা), ইমরুল কায়েস ফারুক (মোটর সাইকেল), নিগার সুলতানা (লাঙ্গল)। ভাইস চেয়ারম্যান পদে চিত্ত রঞ্জন সরকার (চশমা), আজিজুল ইসলাম (টিয়া পাখি), পীর বকস মুকুল (তালা), মাইদুল ইসলাম সরকার (উড়োজাহাজ), মোফাজ্জল হোসেন (মাইক), মেহেদী হাসান রাসেল (টিউবওয়েল)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছামসুন নাহার (পদ্মফুল), নারগিছ পারভিন (কলস), মোছাঃ রোজিনা বেগম (হাঁস)।
কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে মাহবুবুজ্জামান আহমেদ (নৌকা), শাহ সুলতান নাসির উদ্দিন আহাম্মেদ (লাঙ্গল), মোঃ আশরাফ আলী (মিনার)। ভাইস চেয়ারম্যান পদে আব্দুল লতিফ (টিয়া পাখি), শাহ জাহান প্রামানিক (টিউবওয়েল)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফিরোজ বেগম (কলস), নাজনীন রহমান (হাঁস), চায়না বেগম (হাতুড়ী), লাভলী বেগম (পদ্মফুল), সাবিনা বেগম (ফুটবল), সাহিদা আক্তার (প্রজাপতি)।
হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান পদে লিয়াকত হোসেন (নৌকা), আলমগীর হোসেন (আনারস), মশিউর রহমান মামুন (ঘোড়া), বদিউজ্জামান ভেলু (মোটর সাইকেল), সরওয়ার হায়াত খান (দোয়াত কলম)। ভাইস চেয়ারম্যান পদে আবু সাঈদ ফরিদুল ইসলাম (তালা), কেএম আমজাদ হোনেস তাজু (টিউবওয়েল), দিলীপ কুমার সিংহ (টিয়া পাখি), মোস্তাফিজুর রহমান (চশমা)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন নাহার (ফুটবল), মাকতুফা রহমান (হাঁস), মুক্তি রানী সরকার (পদ্ম ফুল), শারমিন সুলতানা সাথী (কলস)।
পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান পদে রুহুল আমীন বাবুল (নৌকা), ওয়াজেদুল ইসলাম শাহীন (আনারস)। ভাইস চেয়ারম্যান পদে আকতারুল ইসলাম সুমন (তালা), মোজাহারুল হক (বই), মোফাজ্জল হোসেন (টিউবওয়েল), মোঃ সাফিউল ইসলাম প্রধান (উড়োজাহাজ)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে লতিফা আক্তার (কলস), মোছাঃ সাজেদা আক্তার (হাঁস), রেজওয়ানা পারভীন (ফুটবল)।
লালমনিরহাটে ৫ টি উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে
ঈশাত জামান মুন্না,
লালমনিরহাট প্রতিনিধি: গতকাল ২০ ফেব্রুয়ারি লালমনিরহাট জেলায় ৫টি উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ করা হয়। প্রতীক বরাদ্দ পেয়ে প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছে। এবারে নির্বাচনে বিরোধী দল না থাকায় নির্বাচনী প্রচার প্রচারণা জমে উঠছে না ও ভোটারদের মাঝে নির্বাচন বিষয়ে ততটা উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে না।
নির্বাচনী প্রচারনা শুরুর মাধ্যমে জমে উঠেছে গ্রামেগন্জে পাড়া মহল্লায় নির্বাচনী আলোচনা সমালোচনা। সাধারণ জনগণের মাঝে যোগ্যপ্রার্থী বেছে নেওয়ার প্রবনতা লক্ষনীয়ভাবে দেখা যাচ্ছে।