স্পোর্টস ডেস্ক/S.H:
বন্ধ হতে যাচ্ছে ২০২১ সালের আাইপিএল আসর। কোটি কোটি টাকা এই আসর মুখ থুবরে পড়েছ করোনা কাছে।
ভারত জুড়েই বিরাজ করছে থমথম আবহাওয়া। চারিদিকে মৃত্যুর মিছিল ছুটছে ভারতের ওলিতে গলিতে। থামছে প্রান তার সাথে মানব জীবনের গতি। তবে সব কিছু উপেক্ষা করেই চলছিল ২০২১ সালের আইপিএল। আলোচনা সমালোচনা সবই চলছিল এই আইপিএলকে ঘিরে। ভারতের ভয়াবহ অবস্থা দেখে নিজ দেশে ফিরতে চেয়েছে অনেক বিদেশি খেলোয়াড়। যদিও বরাবরের মতই আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে অনেক নিয়ম নীতি মেনেই শুরু হয়েছে এবারে আসর। তবে খুব বেশি লাভ হয়নি তাতে কলকাতা নাইট রাইডার্সের গাফলতির কারণে হুমকির মুখে আইপিএল। হাঁটু স্কেনের জন্য হাসপাতালে যান বরুণ চক্রবর্তী। পিপিই পরিধান করেই বায়ো বাবলের গেইট পার করে হাসপাতালে যান এই ক্রিকেটার তবে মানেনি কোয়ারান্টাইনের নিয়ম। নিয়ম অনুযায়ী বায়ো বাবলে পার করলেই থাকতে হবে কোয়ারান্টাইনে কিন্তু তা না মেনে দিল্লির বিপক্ষে খেলতে নামিয়ে দেয়া হয় বরুণকে। বিষয়টি জানায়নি দিল্লি ক্যাপিটালসকেও। পরবর্তীতে করোনা পজিটিভ আসে বরুণের তার সাথে করোনা পজিটিভ আসে আরেক ক্রিকেটার সন্দীপ ওয়ারিয়ার। এর পরপরই আটটি ফ্র্যাঞ্চাইজির চারটিতে করোনা পজিটিভ হয়েছেন খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা। তাইতো আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে বন্ধ হতে যাচ্ছে এবারের আসর।