প্রেস বিজ্ঞপ্তি:
কবি, শিল্পী সাহিত্যিকরা দেশের গর্ব, দেশের অহংকার, তাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে কঠিন অন্যায় করেছেন যারা, তাদের অনতিবিলম্বে শাস্তির আওতায় আনা হোক, ধিক্কার জানাই তাহাদের। এটা লজ্জাজনক, যারা মানী জনের মান রাখে না, তাদের শাস্তি কামনা করছি। যে শিল্পীদের আর্থিক অবস্থা সচল তাদের সরকারি অনুদানের প্রয়োজন হয় না।
তাই শিল্পী গোষ্ঠীর আর্থিক ফান্ডের প্রয়োজনে সামর্থ হিসাবে টাকা প্রদান করে শিল্পীকল্যাণ ফান্ডে, তাতে খারাপ কিছু হয়েছে বলে মনে হয় না। দুস্থ অসহায় শিল্পীদের সাহার্যাথ্যে এই কল্যাণ ফাণ্ড গঠন করা হয়েছে। সাংস্কৃতিক জোটের সভাপতি আবু আফফান রোজ বাবু এবং সাধারণ সম্পাদক শামীমা পারভীন রত্নাকে সাধুবাদ জানাই।
এভাবে শিল্পীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ দলিত পরিষদের গৌরপদ দাস, জেলা সাধারণ সম্পাদক শ্রী উজ্জ্বল কুমার দাস, সভাপতি সাতক্ষীরা সদর, সুকুমার দাস, উত্তম দাস, টুম্পা রাণী দাস, কার্ত্তিক দাস, মন্টু দাস, রবিন দাস, দলিত নারী উন্নয়ন সংস্থার সভাপতি সাতক্ষীরা স্বপ্না রানী দাস, প্রভাতী দাস, গৌরী দাস, রত্না দাস, পূজা দাস, সন্ধ্যা রানী দাস, ঝুমা দাস, রিনা দাস, সাবিত্রী দাস প্রমুখ।
https://youtu.be/L39I42htYnM