হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আগামী ১৪ এপ্রিল ১ বৈশাখ ১৪২৮ উদযাপনে ১ দিন আগে ১৩ এপ্রিল মঙ্গলবার সামাজিক দূরত্ব বজায় রেখে এক সংক্ষিপ্ত পথানুষ্ঠান ও মাস্ক বিতরণের আয়োজন করা হয়। ১৪ এপ্রিলে ১ রমজান ও ১ বৈশাখ একই দিনে হওয়ায় ১ দিন আগে এ অনুষ্ঠান করা হয়।
এদিন সকালে রাণীশংকৈল বৈশাখ উদযাপন পরিষদের আয়োজনে পৌর শহরের চৌরাস্তা মোড়ে পরিষদ সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বৈশাখ উদযাপন পরিষদ সম্পাদক সাবেক সংসদ সদস্য ও জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি অধ্যাপক ইয়াসিন আলি, আ’লীগ সভাপতি ও পরিষদ উপদেষ্টা অধ্যক্ষ সইদুল হক, কবি-সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, পরিষদ কোষাধ্যক্ষ অধ্যাপক বেনুগোপাল বসাক, গ্রন্থনা সম্পাদক প্রভাষক সুকুমার চন্দ্র মোদক, সাংস্কৃতিক সম্পাদক ও আ’লীগ নেতা প্রভাষক প্রশান্ত বসাক, সদস্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, কুলিক নাট্য সংস্থার পরিচালক অনিল বসাক, সদস্য প্রভাষক আলমগীর হোসেন প্রমুখ। এ ছাড়াও অনুষ্ঠানে আ’লীগ নেতা গোলাম সারওয়ার বিপ্লব, মহিলা লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, বিশিষ্ট ব্যবসায়ী ইস্তেখার আলমসহ সাংস্কৃতিক কর্মি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন। পরে, পথচারিদের মাঝে প্রায় দুই শতাধিক মাস্ক বিতরণ করা হয়।