ভোলা জেলা প্রতিনিধি ( মোঃ শফিকুল ইসলাম বাবু ) বরিশালে চরমোনাই দরবার শরীফে আজ হতে ৩ দিন ব্যাপি বার্ষিকী মাহফিল শুরু হচ্ছে।
যোহরের নামাযের পর চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম উদ্বোধনি বয়ানের মাধ্যমে মাহফিলের সুচনা করবেন।
পীর অনুসারী লাখ লাখ মুসুল্লি ইতিমধ্যেই পৌঁছে গেছে চরমোনাই মাঠে। আগামী শনিবার আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে চরমোনাইর মাহফিল।
এখানে বছরে দুটি মাহফিল হয় তবে ফাল্গুন মাসের মাহফিল সবচেয়ে বড় ও বেশি গুরুত্ব দেয়া হয় বলে জানান,পীর অনুসারীরা।
চরমোনাই মাদ্রাসার অধ্যক্ষ ও পীরের বড় ভাই মাওলানা মোসাদ্দেক বিলাহ আল মাদানী জানান,মাঠের প্রস্তুতির কাজ সম্পন্ন হয়ে গেছে। তিনি আরও জানান প্রতি বার ৪ টি মাঠ থাকলেও মুসুল্লি বৃদ্ধির কারনে এবার আরও ১ টি মাঠ যোগ করা হয়েছে।
মাহফিলের সার্বিক সহযোগিতার জন্য জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বৈঠক করেছেন।
আয়োজকরা জানান,প্রতিদিন ফজর ও মাগরিব নামাজের পর চরমোনাই পীর মাহফিলে বয়ান করবেন। তিনি দিনে ৫ টি বয়ান করবেন।