একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মান্দায় সাংবাদিক শরিফ এর উপর পুলিশের মিথ্যা চাঁদাবাজী মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।
গেল সোমবার সকাল ১০ টায় খাঁজা শাহাবুদ্দিন এর সভাপতিত্বে উপজেলার দেলুয়াবাড়ী বাজারস্থ কালিগ্রাম রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই মানববন্ধনে এলাকার আনুমানিক ৭ শতাধিক নারী পুরুষ ও স্থানীয় ব্যবসায়ীরা অংশগ্রহন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন,পরিকল্পিতভাবে ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে উঠিয়ে নিয়ে পুলিশ মিথ্যা মামলা দায়ের করেন। মিথ্যা মামলার প্রতিবাদে পুলিশের প্রত্যাহার সহ দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন মানববন্ধনকারীরা।
উল্লেখ্য ইভটিজিং এর অভিযোগ দায়েরের পর মেয়ের বাবা বিষয়টি মিমাংসার জন্য সাংবাদিক শরীফের সহযোগিতা কামনা করেন। বিষয়টি মিমাংসা করতে এসে ছেলে পক্ষের সহযোগী শরীফুল নাটকীয় ঘটনা করে থানা পুলিশকে ফোন দিয়ে বলেন, সাংবাদিক শরীফ আমাকে অপহরণ করে আটকে রেখেছে, এই অভিযোগ মর্ম্মে সাংবাদিক শরীফকে আটক করে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান এর কাছে বিষয়টির সত্যতা সম্পকে জানতে চাওয়া হলে তিনি জানান, এসআই আতিয়ার রহমানের জবানবন্দি ও শরীফুলের অভিযোগের ভিত্তিতে সাংবাদিক শরীফকে আটক করা হয়েছে।