ডিবিএন ডেস্কঃ দেশে চলমান মহামারী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ২৫ জন মারা গেছেন। ফলে এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৭৬৩ জনে। আর একই সময়ে নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ৩ হাজার ৫৬৭ জনের শরীরে। ফলে দেশে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ৮০ হাজার ৮০৮ জন।
আজ বুধবার (২৪ মার্চ) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরো ১ হাজার ৯১৫ জন। ফলে মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ২৭ হাজার ৯০৯ জন।এছাড়া গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২২১টি ল্যাবে ২৭ হাজার ৫০২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪৪ লাখ ৮৭ হাজার ৬৮৬টি নমুনা। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৯৭ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১২ দশমিক ৯৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ১২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ।
ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর /এমআর