হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ “মাস্ক পরার অভ্যেস করোনামুক্ত বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সারা দেশের পুলিশ প্রশাসনের এক যোগে প্রচারাভিযান মাস্ক বিতরণ কার্যক্রমের অংশ হিসাবে ২১ মার্চ রবিবার কোভিড -১৯ এর দ্বিতীয় ঢেউ ঠেকাতে থানা পুলিশের উদ্যোগে বিনামূল্যে মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করেন।
এ উপলক্ষে এদিন সকাল সাড়ে ১১ টায় রাণীশংকৈল থানা পুলিশের উদ্যোগে পৌর শহরে শোভাযাত্রা ও সচেতনতা মূলক প্রচারণায় প্রায় সাড়ে তিনশত মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল।
এ সময় মাস্ক বিতরণ কার্যক্রমে রাণীশংকৈল থানার সকল পুলিশ অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল বলেন, মাস্ক বিতরণ কর্মসূচির শুরুর দিনেই প্রায় সাড়ে তিন শতাধিক মানুষকে মাস্ক বিতরণ করা হয়েছ । সমগ্র উপজেলায় পর্যায়ক্রমে ১০ হাজার মাস্ক বিতরণ করা হবে।