ডিবিএন ডেস্কঃ চলমান মহামারি নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। ফলে এ পর্যন্ত দেশে করোনাভাইরাসে মোট ৮ হাজার ৫৪৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ১৫৯ জন। যা দুই মাসের মধ্যে সর্বোচ্চ। ফলে মোট শনাক্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৫৭ হাজার ৩৯৫ জন হয়েছে।
আজ রবিবার (১৪ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মারা যাওয়া ১৮ জনের মধ্যে ১২ জন পুরুষ ও ৬ জন নারী। সবাই হাসপাতালে মারা গেছেন।বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১০ জন, চট্টগ্রামে ৫ জন, রাজশাহীতে ২ জন ও বরিশালে ১ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৩৮৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। ফলে এ পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা হয়েছে ৫ লাখ ১১ হাজার ৬৯৫ জন।