শাহিদুল ইসলাম ভূঁইয়া, দেবিদ্বার, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার দেবিদ্বারে বৃহত্তর কুমিল্লা জেলা মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় আইজিএ প্রশিক্ষণপ্রাপ্ত নিবন্ধিত জেলেদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ হল রুমে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দপ্তরের আয়োজনে ৪৪ লাখ ৮০ হাজার টাকা ব্যায়ে ২৮০জন জেলেদের মাঝে এই সেলাই মেশিন ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসান এর সভাপতিত্বে ও সিনিয়ার মৎস্য উপজেলা কর্মকর্তা নাসির আহাম্মেদ ভুইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন, কুমিল্লা জেলা পরিষদ সদস্য ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শিরিন সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুহাম্মদ আবদুল হাকিম লিটন, ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা ইয়াছমিন সহ আরো অনেকে।
উক্ত আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ জেলেদের মাঝে এই সেলাই মেশিন বিতরণ করেন।