শাহিদুল ইসলাম ভূঁইয়া (দেবিদ্বার,কুমিল্লা প্রতিনিধি) : বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তি ও ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের দিনটিতে আনন্দ উদযাপন করা হয়েছে। রোববার (৭ মার্চ) বিকালে দেবিদ্বার থানা পুলিশের আয়োজনে আনন্দ উদযাপনে প্রধান অতিথির বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মো. আবুল কাশেম ওমানী। এর আগে দেবিদ্বার-বিপাড়া সার্কেল সহকারী পুলিশ সুপার মো. আমিরুল্লাহ’র সভাপতিত্বে আনন্দ উদযাপনের কেট কাটেন অতিথিবৃন্দ।উদ্বোধনী বক্তব্য রাখেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মেজবাহ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমা বেগম, জেলা পরিষদ সদস্য মোসা.শিরিন সুলতানা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক জিএস আবদুল মান্নান মোল্লা,বরকামতা ইউপি চেয়াম্যান মো. নুরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. ইকবাল হোসেন রুবেল, কলেজ ছাত্রলীগের সভাপতি মো. বিল্লাল হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী মানিক চক্রবর্তী। দেবিদ্বার থানা পুলিশের উপপরিদর্শক মো.ইকতিয়ার মিয়ার পরিচালনায় বক্তারা বলেন,‘২০০৮ সালের পর থেকে বাংলাদেশের উন্নয়নে আমূল পরিবর্তন এসেছে। দারিদ্র্য অনেক কমেছে, বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ তলাবিহীন ঝুড়ি থেকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে।
জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (ইউএন সিডিপি) বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশ হিসেবে চূড়ান্ত ঘোষণা দেয়। স্বাধীনতার ৫০ বছরপূর্তি এবং জাতির পিতার জন্মশতবার্ষিকীতে বাংলাদেশের এ অর্জন এক ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেসকো বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে ‘ডকুমেন্টারি হেরিটেজ’ (বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য) হিসেবে স্বীকৃতি দেয়। আনন্দ উদযাপনে পুলিশ সদস্য ছাড়া স্থানীয় জনপ্রশাসনসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, বাংলাদেশ পুলিশ প্রথমবারের মতো দেশের ৬৬০টি থানায় এই দিনটি আনুষ্ঠানিকভাবে উদযাপন করেছে।