নারায়ণগঞ্জ প্রতিনিধি ( মোঃ শফিকুল ইসলাম ) ঢাকাসহ সারাদেশে শনিবার (১৬ ফেব্রুয়ারী ) রাত থেকে বৃষ্টি হচ্ছে। রোববার (১৭ ফেব্রুয়ারী ) ভোরে হঠাৎ করেই ঢাকার আকাশ কালো মেঘে ঢেকে বজ্র সহ বৃষ্টি নামে। এই বৃষ্টিতে ফাল্গুনের শুরুতে আবারও শীতের আমেজ ফিরে এসেছে।
আবহাওয়া অধিদপ্তর বলেন,ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় আবারও থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ।
রোববার সকাল থেকে ঢাকাতেই বেশি বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়,সকালে ঢাকায় এক ঘন্টা বৃষ্টি হয়েছে ৮ মিলিমিটার। সকাল ৬ টা হতে ৯ টা পর্যন্ত ২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
এদিকে বসন্তের হঠাৎ বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়কে পানি জমে যায়।চরম দূর্ভোগে পরে নগরবাসী।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ২৪ ঘন্টার মধ্যে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী,খুলনা, বরিশালের দু এক জায়গায় অস্হায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।