নারায়ণগঞ্জ প্রতিনিধি ( মোঃ শফিকুল ইসলাম ) শীতকাল শেষ হয়ে গরম আসতে না আসতেই বাড়তে শুরু করেছল নিত্য প্রয়োজনীয় পন্যের দাম। ফলে বেশ কিছু দিন ধরে যে সবজির দাম ক্রেতাদের স্বস্তি দিচ্ছিলো সে সবজির দাম হঠাৎ করেই অস্বস্তির কারন হয়ে দাড়ালো। পাশাপাশি একে অপরের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চাল,ডাল,ডিম, তেল ও মুরগির মাংসের দাম।
শনিবার ( ১৬ ফেব্রুয়ারী ) নারায়নগন্জ কালীর বাজার গুড়ে দেখা যায়, গরম আসতে না আসতেই করলা,ঝিঙ্গা, উস্তা,ফুলকপি, সিমসহ অন্যান্ন সবজির দাম ও বেড়েছে।
শীতের অন্যতম প্রধান সবজি ফুলকপি বেশ কিছু দিন ধরে প্রতি পিস ২০-৩০ টাকায় বিক্রি হচ্ছিল। কিন্তু সে ফুলকপির দাম বেড়ে হয়েছে ৩৫-৪০ টাকায়।
তবে শেষ মূহুর্তে টমেটোর দাম ১০-১৫ টাকায় বিক্রি হচ্ছে।
২০-২৫ টাকা ধরে বিক্রি হওয়া পাতাকপি বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকায়,সিমের দাম বেড়ে ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে। দাম বাড়ার তালিকায় রয়েছে শালগম,মূলা, বেগুন ও।
বেগুন এক লাফে বেড়ে দারিয়েছে ৫০-৫৫ টাকা কেজিতে যা গত সাপ্তায় ছিলো ২০-৩০ টাকা কেজি।
ঠান্ডা তরকারি হিসেবে লাউ এর দাম ও বেশ বেড়েছে। গত সাপ্তাহে ৪০-৪৫ টাকা পিস লাউয়ের দাম বেড়ে হয়েছে ৬০-৭০ টাকায়।