ডিবিএন ডেস্কঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন কৃষি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মঈনউদ্দিন আবদুল্লাহ। একই সঙ্গে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সাবেক চেয়ারম্যান মো. জহুরুল হককে দুদকের কমিশনার করা হয়েছে।
আজ বুধবার (০৩ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আজ মন্ত্রী পরিষদ বিভাগ দুদকের নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম নিয়োগের গেজেটে সই করেন।
উল্লেখ্য, দুদকের বর্তমান চেয়ারম্যান ইকবাল মাহমুদ ও কমিশনার আমিনুল ইসলামের মেয়াদ ১৩ মার্চ শেষ হবে।
প্রসঙ্গত, দুর্নীতি দমন কমিশন আইন; ২০০৪-এর ১৩ ধারার বিধানমতে, কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর বেতন, ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারক এবং কমিশনার মো. জহুরুল হকের বেতন, ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারকের সমরূপ নির্ধারণ করা হয়েছে।