আন্তর্জাতিক ডেস্কঃ স্কটল্যান্ডে করোনার টিকার বাজিমাত করেছে। যুক্তরাজ্যের স্কটল্যান্ডে চালানো এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে জানা গেছে, করোনা ভাইরাসের তীব্র সংক্রমনে হাসপাতালে ভর্তি হবার মত গুরুতর অসুস্থ হওয়া কমিয়ে দিয়েছে করোনার টিকা।
স্কটল্যান্ডের জনস্বাস্থ্য বিভাগের এক গবেষণায় দেখা গেছে, প্রথম ডোজ টিকা দেবার ৪ সপ্তাহ পর করোনাভাইরাস সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াটা অনেকটা ম্যাজিকের মত কমে গেছে। যারা টিকা নেবার পর চার সপ্তাহ পার করেছেন, তাদের মধ্যে মাত্র ৫৮ জন কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। যারা ফাইজার-বায়োএনটেকের তৈরি টিকা নিয়েছেন তাদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণজনিত গুরুতর অসুস্থতা ৮৫ শতাংশ কমে গেছে এবং অক্সফোর্ড-এ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণকারীদের মধ্যে এই হার কমেছে ৯৪ শতাংশ। যাদের বয়স ৮০-র বেশি তাদের মধ্যে হাসপাতালে ভর্তির সংখ্যা কমেছে ৮১ শতাংশ।
এদিকে, টিকা না নেয়া লোকদের মধ্যে থেকে ৮ হাজার লোক কোভিড সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
জরিপের প্রধান গবেষক অধ্যাপক আজিজ শেখ বলেন, “দুটো ভ্যাকসিনই দারুণভাবে কাজ করছে” এবং তা ভবিষ্যতের ব্যাপারে আশাবাদী হবার মত।
উল্লেখ্য, স্কটল্যান্ডে ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত ১১ লাখ ৪০ হাজার লোককে কোভিডের টিকা দেয়া হয়। আর প্রথমবারের মত করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির ফলে বাস্তব দুনিয়ায় একটা জনগোষ্ঠীর ওপর কি প্রভাব পড়ছে তারই প্রমাণ পাওয়া গেল স্কটল্যান্ডে চালানো এই জরিপে। সুত্রঃ বিবিসি।