নারায়ণগঞ্জ প্রতিনিধি ( মোঃ শফিকুল ইসলাম )
দেশ জাতি ও মুসলিম উম্মার কল্যান কামনায় আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হল ৫৪ তম ইজতেমার প্রথম পর্ব। মোনাজাত শেষে রাজধানী মুখি মানুষের স্রোত নামে যার ফলে একদিকে দেখা দেয় যানবাহন সংকট। অন্য দিকে চলে চার থেকে পাঁচ গুন বেশি ভাড়া আদায়ের মহাউতসব। এতে করে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে মুসুল্লিদের।
ইজতেমার মোনাজাত উপলক্ষে রাজধানীর আযমপুর এলাকায় যান চলাচল বন্ধ করে দেয়া হয়।
গাজীপুর -টঙ্গী হতে ঢাকা গামী মানুষদের পায়ে হেটে উওরা এসে গনপরিবহনে উঠতে হচ্ছে। ফলে উওরা এলাকায় সাধারন মানুষ ও মুসুল্লিদের ভিরের কারনে দেখা দিয়েছে পরিবহন সংকট।
তারপর ও পরিবহন গুলো কে সরকারের বেধে দেওয়া ভাড়া হতে কয়েকগুন বেশি ভাড়া নিতে দেখা যায়।এতে মুসুল্লিরা চরম দূর্ভোগ ও হয়রানির শিকার হচ্ছে।
বাসগুলো ইচ্ছে মত ভাড়া আদায় করছে, মনির হোসেন নামে এক যাত্রী ডিজিটাল বাংলা নিউজ কে জানান,সুযোগ বুজেই বাসগুলো যাত্রী দের পকেট কাটে।উওরা হতে রামপুরা ভাড়া ২০-২৫ টাকা কিন্তু তারা নিচ্ছে ১১০-১২০ টাকা।
গন পরিবহন গুলো বেশি ভাড়ায় নেওয়ায় ট্রাফিক পুলিশের কাছে অভিযোগ করেও কোন সাড়া পাওয়া যাচ্ছে না।
যার কারনে চরম দূর্ভোগে পরছে মুসুল্লিরা।
অন্য দিকে বিকাল ৫ টার মধ্যে মাঠ খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছেন।