নারায়ণগঞ্জ প্রতিনিধি ( মোঃ শফিকুল ইসলাম ) ঢাকায় ফুল ব্যাবসায়ী কল্যান সমিতির সভাপতি শ্রী বাবুল প্রসাদ জানিয়েছেন,পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে দুই দিনে প্রায় ৩০ কোটি টাকার ফুল বিক্রি হয়েছে।
তিনি আরো জানান, এবার সারাদেশে আমাদের টার্গেট ছিলো ৭০ কোটি টাকার ফুল বিক্রি। আমরা ঢাকায় ৩০ কোটি টাকার ফুল বিক্রি করেছি যা অনেক সন্তোষজনক।
ব্যাবসায়ীরা বলেন ১৪ ফেব্রুয়ারী হতে পহেলা ফাল্গুনে ফুল বেশি বিক্রি হয়।
খোজ নিয়ে জানা যায় ফুল বাজারে লাল গোলাপের পাশাপাশি হলুদ, সাদা গোলাপের চাহিদা ও ছিল অনেক।
গত বছরের চেয়ে এবার ফুল বেশি বিক্রি হয়েছে আমরা যা আশা করেছি তার থেকেও বেশি বিক্রি হয়।