মো. নাছির উদ্দিন- হোমনা(কুমিল্লা)প্রতিনিধিঃ কুমিল্লার হোমনা পৌর সভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী এ্যাড. মো. নজরুল ইসলামের পক্ষে সারাদিন প্রচারণা চালিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি,সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বিকালে পৌর সভার ৩,৪,৫ ও ৬ নং ওয়ার্ডে ঘরে ঘরে গিয়ে বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে নৌকার প্রার্থীর পক্ষে ভোট চেয়ে গণসংযোগ চালিয়েছেন তারা।
বিকালে উপজেলা শিল্পকলা একাডেমী মাঠে পথসভা অনুষ্ঠিত হয়।
হোমনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির এর উপস্থাপনায় বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উপদেষ্ঠা মেয়র প্রার্থী এ্যাড. মো. নজরুল ইসলাম,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক এ.কে.এম.আফজালুর রহমান বাবু, সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, ডা. আসাদুজ্জামান খান রিন্টু, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল সায়েম, উপদেষ্টা সদস্য মো. আবু তাহের, নির্বাহী সদস্য এ্যাড. জাহিদুল আলম জাহিদ, ডা. রাজিব কুমার সাহা,সদস্য সচিব মনিরুজ্জামান পামেন, কুমিল্লা জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মো. মোছলেহ উদ্দিন মোছলেম, যুগ্ন আহবায়ক মো. মহাসিন সরকার, সদস্য সচিব ডক্টর আহসানুল আলম সরকার কিশোর ,তিতাস উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ফজলুল হক মোল্লা, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, মাহবুবুর রহমান খন্দকার, উপজেলা মহিলালীগের সভাপতি উপজেলা ভাইসচেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, বাঞ্ছারামপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়া,বাঞ্ছারামপুর পৌর যুবলীগের সভাপতি মো.কামাল হোসেন, ইউপি চেয়ারম্যান তাইজুল ইসলাম মোল্লা, উপজেলা কৃষকলীগ সভাপতি মকবুল হোসেন মোল্লা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কায়সার আহম্মেদ বেপারী, ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকার প্রমূখ।