ভোলা জেলা প্রতিনিধি( মোঃ শফিকুল ইসলাম বাবু )
ভোলার দৌলতখান থানার ৮ এসএসসি পরীক্ষার্থী কে পিটিয়ে গুরুতর আহত করলেন এক প্রধান শিক্ষক মিজান শরীফ।
সোমবার ( ১১ ফেব্রুয়ারি ) দুপুরে দৌলতখান উপজেলার জয়নগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন ফারজানা আক্তার, নিলা আক্তার,নিলুফা আক্তার, রাবেয়া আক্তার,আরিফা আক্তার,হাফসা,সোনিয়া, মোঃরাশেদ অটো ড্রাইভার জামাল উদ্দিন। এ ঘটনায় প্রধান শিক্ষক মিজান শরীফ কে আটক করা হয়।
জানা গেছে দৌলতখান উপজেলার দক্ষিণ পূর্র নলগড়া দাখিল মাদ্রাসার ৮ জন এসএসসি পরীক্ষার্থী অটোরিকশা যোগে দৌলতখান আবু আব্দুল্লাহ কলেজ কেন্দ্রে যাচ্ছিলো।
পথিমধ্যে শরীফবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজান শরীফ অটোরিকশায় ওঠার জন্য হাত বাড়ায়।কিন্তু অটোরিকশায় জায়গা না থাকায় অটো ড্রাইভার তাকে না নিয়ে চলে যায়।এতে সে ক্ষিপ্ত হয়ে তাদের পিছু নেয়।
পরীক্ষা শেষ হওয়ার পর ৮ জন পরীক্ষার্থী যখন বাড়ির উদ্দেশ্য রওয়ানা হয়।অটোরিকশা টি জয়নগর ৩ নং ওয়ার্ড লিটন চেয়ারম্যানের ঘেরের কাছে আসলে প্রধান শিক্ষক মিজান শরীফ ও তার সাথে থাকা আরেক শিক্ষক নিয়ে অটোরিকশা থামিয়ে ড্রাইভার জামাল কে এলোপাথাড়ি মারধোর করে।
এ সময় পরীক্ষার্থীরা মিজান শরীফ কে বাধা দিলে তাদেরকে ও এলোপাথাড়ি মারধোর করে। এতে পরীক্ষার্থী ফারজানা আক্তার ও ড্রাইভার গুরুতর আহত হন।ড্রাইভার জামালের হাত ভেঙ্গে যায় বলে জানা যায়।
আহতদের ভোলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
পরে দৌলতখান থানা পুলিশ অভিযুক্ত মিজান শরীফ কে সন্ধ্যায় আটক করে।এ ব্যাপারে দৌলতখান থানার ওসি এনায়েত হোসেন বলেন পরীক্ষার্থী দের মারধোরের অভিযোগে মিজান শরীফ কে আটক করেছি এবং ঘটনাটির সত্য।