মোঃ মোস্তাফিজুর রহমান: ভারতের উপহার ২০ লাখ ডোজ কোভিশিল্ড টিকা বিশেষ বিমানে করে দেশে এছে পৌঁছেছে। বাংলাদেশকে উপহার হিসেবে এ ২০ লাখ ডোজ টিকা (ভ্যাকসিন) দিলো ভারত।
আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ১১টার দিকে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে করোনার ভ্যাকসিনের প্রথম চালান।
এদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট থেকে পুলিশের স্কট টিম করোনার (কোভিশিল্ড) টিকাগুলো কাভার্ড ভ্যানে করে তেজগাঁও জেলা ইপিআই স্টোরে পৌঁছে দেবে। দুপুরে দেড়টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে টিকা হস্তান্তর করা হবে।
অন্যদিকে, আজ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজিমপুরে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট) ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর জানিয়েছেন, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে করোনার টিকাদান কর্মসূচি শুরু হবে।
তিনি বলেন, ‘বাংলাদেশ যেমন করোনাভাইরাস নিয়ন্ত্রণে সফল হয়েছে টিকাদানের ক্ষেত্রেও তেমন সফল হবে। যাদের দরকার তারাই আগে করোনা ভাইরাসের ভ্যাকসিন পাবে।’
উল্লেখ্য, ভারতের কাছ থেকে ইতিমধ্যে কোভিশিল্ডের ৩ কোটি ডোজ কিনেছে বাংলাদেশ। সেই ভ্যাকসিন পৌঁছনোর আগেই ঢাকায় পৌঁছালো নয়া দিল্লির উপহার।