আন্তর্জাতিক ডেস্কঃ এবার চীনের আইসক্রিমে পাওয়া গেল করোনা! চীনের বেইজিং সংলগ্ন তিয়ানজিনের ডাকিওডাও ফুড কোম্পানির একটি কারখানার আইসক্রিমে মহামারি করোনাভাইরাসের উপস্থিতি পাওয়ায় ওই কারখানাটি সিলগালা করে দিয়েছে দেশটির প্রশাসন। কারখানার ১৬৬২ জন কর্মীকে কোয়ারেন্টাইনে পাঠিয়েছে বেইজিং সরকার। খবর-এপি।
তিয়ানজিন কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, কারখানাটি ৪৮৩৬ বক্স দূষিত আইসক্রিম তৈরি করেছে যার মধ্যে রোববার ২০৮৯ বক্স আইসক্রিম সিলগালা করা হয়েছে। আর কারখানার সবার করোনা পরীক্ষা করার নির্দেশও দিয়েছে সরকার। এরই মধ্যে ৭০০ জনের করোনা পরীক্ষা সম্পন্ন হয়েছে।
তবে এ পর্যন্ত আইসক্রিম খেয়ে কারও করোনা উপসর্গের খবর পাওয়া যায়নি।
সরকারি সূত্র জানিয়েছে, সংশ্লিষ্ট ব্যাচের আইসক্রিমের ২৯ হাজার কার্টন এখনই বিক্রি হয়ে যায়নি। বিক্রি হওয়া ৩৯০ কার্টন আইসক্রিমের গ্রাহকদের তথ্য সংগ্রহ করছে স্থানীয় প্রশাসন। আশেপাশের এলাকায়ও প্রচার করা হচ্ছে বিষয়টি। তৈরি হওয়া আইসক্রিমের প্রধান উপাদানের মধ্যে নিউ জিল্যান্ড থেকে আমদানি করা মিল্ক পাউডার এবং ইউক্রেন থেকে আমদানি করা হুই পাউডার।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আর এ পর্যন্ত চীনে করোনায় ৪৯৭৯ জনের মৃত্যু হয়েছে।