গতকাল কল্যান পার্টি আয়োজিত কুড়ি দলীয় নেতারা বৈঠক করেছে। উপস্থিত ছিলেন অবসরে যাওয়া সামরিক কর্মকর্ত্তারাও। বি এন পি’র মেজর হাফিজের সঙ্গে উপস্থিত ছিলেন ডাঃ জাফর উল্লাহ চৌধুরী আর মান্না সহ অনেকে। জামাত নেতারাও ছিলেন। সভায় নেতারা সরকার পতনের দাবী করেছেন। এমন দাবী এই নেতাদের মূখে নতুন নয়, বিগত ১৩ বছর ধরেই দাবী করে আসছেন। বলেছেন সরকার দেশকে ধ্বংস করে দিয়েছে। জনগনের কাছে আবেদন জানিয়েছেন সরকার হটিয়ে গনতন্ত্র প্রতিষ্ঠা করতে। সরকারের বিরুদ্ধে আলোচনা বা সমালোচনা দোষের নয়। এই নেতারা ১৩ বছর ধরেই দাবী করে আসছেন। জনগন তাদের দাবীর পক্ষে সমর্থন দেয়নি। প্রত্যাখ্যান করেছে নির্বাচনেও। প্রশ্ন উঠেছে নেতারা কেমন গনতন্ত্র প্রতিষ্ঠা করতে চান? তারাও সরকার পরিচালনা করেছেন। এমন কি তারা করেছেন যা বর্তমান সরকার করতে পারেনি? সরকার কি শুধু দেশের ক্ষতিই করেছে? যদি কোন ভাল কাজ করে থাকে তা হলে নেতা হিসাবে নয় দেশের একজন নাগরিক হিসাবে বলতে লজ্জা পান কেন? প্রশ্ন আরও আছে। জামাত কি দেশের স্বাধীনতায় বিশ্বাস করে? স্বাধীনতা রক্ষা করার অঙ্গিকার করবেন যুদ্ধাপরাধী জামাতকে নিয়ে? জাতীর পিতা নিয়ে আপনাদের অবস্থান কি? এসব বিষয় পরিস্কার করে জণগনের সামনে এলে জনগন আপনাদের পক্ষে দাঁড়াতেও পারে।
দিতীয় কথাটি হল আপনারা দাবী করছেন সরকার দেশ ধ্বংস করে দিয়েছে। কিন্তু আন্তর্জাতিক সব সমীক্ষায় দেখাচ্ছে বাংলাদেশ উন্নতি করেছে। এগিয়ে গেছে সব বিবেচনায়। ভারতের গনমাধ্যম বলছে বাংলাদেশ ভারতকে পিছনে ফেলে এগিয়ে গেছে। তাহলে কোনটা সত্যি, আপনাদের দাবী না ভরতের গনমাধ্যমের দাবী? পাকিস্তানের প্রধানমন্ত্রী আগেই দাবী করে চুপ হয়ে গেছে। পদ্মা সেতু এই সরকার করতে পারবেনা দাবী করেছে বি এন পি। দুর্নীতি আবিস্কার করেছে বিদেশী এজেন্ট নিয়োগ করে। কানাডার আদালতে সেই মামলা মিথ্যা প্রমান করে সরকার পদ্মা সেতু নির্মান করে ফেলেছে। দুর্নীতি আর অপরাধ করে দলের নেতারাও পদ হারিয়ে এখন জেলে। আপনারা পেরেছেন? সবচেয়ে বড় জিজ্ঞাসাটি হল, আপনাদের নেতা কে? আপনাদের দাবী সমর্থন করে জনগন আপনাদেরকে যদি নির্বাচিত করেই ফেলে, কাকে আপনারা সরকার প্রধান করবেন? সাজাপ্রপ্ত কোন অপরাধীত নির্বাচনে যোগ্য হবেননা। জিজ্ঞাসা আরও আছে তবে, আগে এই প্রশ্নের জবাব দিয়েই জণগনের কাছে আসতে হবে। মিথ্যা নির্ভর রাজনীতি কখনোই সফলতা পায়নি। রাতের অন্ধকারে খুন করে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় গেলেও সত্যটি ঢেকে রাখা যায়না। বিজ্ঞ নেতাদের কাছে সত্য বলার সাহস আর সুনিদৃষ্ট কর্মসুচি দাবী করি।
আজিজুর রহমান প্রিন্স
টরন্টো, কানাডা
১৭ জানুয়ারী ২০২১।