দলে সুযোগ না পাওয়ায় মাঠেই নির্বাচকের মাথা ফাটিয়ে দিয়েছেন ভারতের কয়েকজন ক্রিকেটার। সোমবার (১১ ফেব্রুয়ারি) ভারতের নয়াদিল্লির কাশ্মীরি গেট এলাকার সেন্ট স্টিফেন মাঠে এ ঘটনা ঘটেছে।
ওই মাঠে অনূর্ধ্ব ২৩ দলের ট্রায়াল চলছিল। সেখানেই লোহার রড, হকিস্টিক দিয়ে আঘাত করে দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সিনিয়র সিলেকশন কমিটির চেয়ারম্যান অমিত ভান্ডারিকে আহত করা হয়।
আহত অবস্থায় তাকে সন্ত পরমানন্দ হাসপাতালে নিয়ে যায় কমিটির অপর নির্বাচক সুখবিন্দর সিংহ। তবে ঘটনাস্থলে পুলিশ আসার আগেই অভিযুক্তরা পালিয়ে গিয়েছিল।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অনূর্ধ্ব ২৩ দলে সুযোগ না পাওয়া কয়েকজন খেলোয়াড় অমিতের উপর আক্রমণ করে।
দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা জানিয়েছেন, দুপুর ১টার দিকে দুই-তিন জন খেলোয়াড় অমিতের কাছে আসে। তারপর ব্যাট লোহার র়ড দিয়ে তার মাথায় আঘাত করে। আঘাত পেয়ে রক্তে ভেসে যাচ্ছিল তার মাথা। তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সূত্র : সময় নিউজ