নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজার জেলার টেকনাফের উনছিপ্রাংয়ের রইক্ষ্যং এলাকা থেকে অস্ত্রসহ ৪ রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
গতকাল সোমবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র, এক রাউন্ড কার্তুজ ও একটি রামদা উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন- রইক্ষ্যং রোহিঙ্গা শিবিরের মো. হামিদুল্লাহ ওরফে গুনিয়া (২৫), ফুরকান (২০), মো. আইয়াছ (২১) ও নুর আলম (২০)।
কক্সবাজারের ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক তারিকুল ইসলাম তারিক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএনের একটি দল রইক্ষ্যংয়ের উত্তরপাড়ার জসিমের বাড়ির সামনে অভিযান চালায়। এ সময় অস্ত্রসহ ওই ৪ রোহিঙ্গাকে আটক করা হয়।
মামলা দায়ের এবং আটক ৪ জনকে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান এপিবিএনের এই কর্মকর্তা।