ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি : বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) চতুর্থ ধাপে লালমনিরহাট জেলা সহ দেশের ৫৬ টিতে পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। আগামী ১৪ ফেব্রুয়ারি এসব পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
গেল রোববার, ৩ জানুয়ারি ইসির সিনিয়র সচিব মো. আলমগীর এই বিষয়ে তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী ১৭ ও ১৮ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিল। বাছাই ১৯ জানুয়ারি। মনোনয়ন পত্র প্রত্যাহার ২৬ জানুয়ারি।
প্রসঙ্গত, লালমনিরহাট পৌরসভায় প্রথমবারের মতো ইভিএম- এর মাধ্যমে ও পাটগ্রাম পৌরসভায় পূর্বের সাধারন ব্যালট বাক্সে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, স্থানীয় সরকার আইন সংশোধনের পর ২০১৫ সালে প্রথম দলীয় প্রতীকে ভোট হয়। তফসিল ঘোষণার আগে থেকেই সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীগন ভোটারদের দোরগোড়ায় যাতায়াত শুরু করে দিয়েছেন।