“টাকা”
মোঃ সদরুল কাদির (শাওন)
সময় তখন ভালো ছিল
ব্যাংক অনেক টাকা ছিল,
ঘরে নতুন বাইক এলো
অনেক বন্ধু বান্ধব হলো।
সারা দেশে করোনা এলো
সরকার লক ডাউন দিলো,
ব্যবসা বাণিজ্য বন্ধ হলো
সঞ্চিত টাকা খরচ হলো।
ব্যাংকের টাকা খরচ হলো
বন্ধু বান্ধব ছুটে পালালো,
আত্নীয় স্বজন কমে গেল
নতুন যুদ্ধের সূচনা হলো।
পুরোনো বছর বিদায় হলো
বিশ্বে করোনার টিকা এলো,
লকডাউন সব শীথিল হলো
নতুন সুযোগ তৈরি হলো।
সময় এখন একটু ভালো
সেই বন্ধুদের ফোন এলো,
অনেক সময় কথা হলো
সমস্যার কথা শুনতে হলো।
হাত পেতে টাকা নিলো
সমস্যা তার দুর হলো,
পুরোনো কথা ভুলে গেলো
টাকা কাছে নত হলো।
বাস্তবতা তবে কি দাঁড়ালো
টাকাই আসল বন্ধু ছিলো,
বুঝতে অনেক দেরি হলো
দারুন একটা শিক্ষা হলো।