নারায়নগন্জ প্রতিনিধি ( মোঃ শফিকুল ইসলাম ) দীর্ঘ প্রতীক্ষার পর ১ নং বন্দর খেয়া ঘাট সংলগ্ন ফেরি ঘাটটি কতৃপক্ষের অব্যাবস্হাপনায়, তেলের সংকট, দুই পাড়ে নাসিকের টোলের কারনে চালু হওয়ার কয়েক মাসের মধ্যে বন্ধ হওয়ার পথে বন্দর ফেরি ঘাট টি।
বর্তমানে চালক বিহীন অবস্হায় দিনে ২/১ বার চলাচল করছে ফেরিটি।১ নং খেয়া ঘাটের গ্রীজার জিল্লুর রহমান জানান,৪ জনের স্হলে আমি আর একজন খালাসী নজরুল ইসলাম কে দিয়ে ফেরি চলাচল করছি।কতৃপক্ষ সারাদিনের জন্য ১৫ লিটার তেল দিচ্ছে। এ সামান্য তেল দিয়ে ৭৫ হর্সের দুটি ইন্জিন চালিয়ে একবার পার হলে তেল শেষ হয়ে যায়।
নদীর নব্যতা কমে যাওয়ায় শুধু জোয়ারের সময় ফেরি চালানো সম্ভব হয়। নবীগন্জ ঘাট হতে এ ঘাটের দুরুত্ব বেশি দুটি মোড় ঘুরতেই অনেক তেল খরচ হয়।
ফেরি পার হওয়া মোটর সাইকেল আরোহী জানান,প্রায় দুই ঘন্টা ফেরিতে অপেক্ষার পর নদী পার হলাম। দুই ঘন্টায় ১ টি মটর সাইকেল, ৩ টি রিকশা, ও ১ টি ছোট কভার্ড ভ্যান নিয়ে পার হল ফেরিটি।
বন্দর উইলসন রোড এলাকার এক ব্যাক্তি জানান,১ নং ঘাট হতে ৫ নং ঘাটে না গিয়ে যদি মাছ ঘাট সংলগ্ন আম ঘাট দিয়ে পার হলে এ ঘাট দিয়ে প্রতিদিন হাজার হাজার লোক ও শত শত যানবাহন পার হতো।তাহলে ফেরি সার্ভিস টি চালুর সার্থকতা থাকতো এবং কতৃপক্ষ লাভবান হতো।এ বিষয় টি দেখার জন্য কতৃপক্ষের দৃষ্টি কামনা করেন এলাকাবাসী।