মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনা জেলার মদন পৌরসভা নির্বাচনে (২৮ ডিসেম্বর) সোমবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে সাংবাদিকদের জন্য মোটরসাইকেল ব্যবহারের জন্য অনুমোদন দেয়া হয়নি। এ জন্য সাংবাদিকদের পায়ে হেঁটে অনেক কষ্টকরে ভোট কেন্দ্রে গিয়ে তথ্য সংগ্রাহ করতে হয়েছে। এতে সংবাদকর্মীদের অনেক
বিপাকে পরতে হয়েছে।
মদন পৌরসভা নির্বাচনে ইভিএম-এর মাধ্যমে ভোটগ্রহণ করা হয়েছে। ভোট গ্রহণ শেষ হয়েছে বিকাল ৪ ঘটিকার সময়। সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মত ছিল। তবে মহিলা ভোটারদের উপস্থিতি সবচেয়ে বেশি ছিল। কিন্তু ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণে বয়স্কদের কিছুটা সমস্যা হয়েছে।
এদিকে কয়েকজন ভোটারের সাথে কথা বললে তারা জানায়, এই পদ্ধতিতে ভোট প্রদান করতে কিছুটা সমস্যা হয়েছে। কারণ এ পদ্ধতিতে কখনও ভোট দেয়া হয়নি তো তাই। তবে বয়স্ক পুরুষ এবং নারীদের ক্ষেত্রে এই সমস্যা বেশি হয়েছে।
এ দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ আব্দুল লতিফ শেখ জানান, বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সকাল থেকে শেষ পর্যন্ত ভোটাররা ভোট দিয়েছেন। তবে প্রাথমিক ভাবে ইভিএম পদ্ধতিতে ভোট দিতে কিছুটা সমস্যা হলেও ধীরে ধীরে তা ঠিক হয়ে যায়।
তিনি আরো জানান, নির্বাচন সুষ্ঠ করতে ৯ টি কেন্দ্রে ৯ জন প্রিজাইডিং, ৩৭ জন সহকারী প্রিজাইডিং, পুলিং ৭৪ জন, ট্যাকনিশিয়ান ১৮ জন, মোবাইল ট্যাকনিশিয়ান ৩ জন, দুই প্লাটুন বিজিবি, ৪ গাড়ী র্যাব, আনসারসহ প্রতিটি কেন্দ্রে ৯ জন করে পুলিশী নিরাপত্তা ব্যবস্থা ছিল। মদন পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬ জন, সাধারণ কাউন্সিলর ২১ জন এবং সংরক্ষিত মহিলা
কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
পৌরসভা নির্বাচনে মোট ভোটার হচ্ছে ১২ হাজার ৮৪১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৩২৩ এবং নারী ভোটার ৬ হাজার ৫১৮ ভোট।
বি:দ্র: দুঃখজনক হলেও সত্য যে, আচরণবিধি লঙ্গন করে একটি নৌকার মিছিল বের হয়েছিল।