নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের বাগান পাড়া ফিশারি ঘাট নামক এলাকা থেকে ১ লাখ ইয়াবাসহ ৪ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি কক্সবাজার-৩৪।
আজ সোমবার (২৮ ডিসেম্বর) ভোরে ওই চার রোহিঙ্গাকে বিপুল পরিমান ইয়াবাসহ আটক করা হয়। আটকৃতদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
বিজিবি কক্সবাজার-৩৪ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, সোমবার ভোরে উপজেলার রাজাপালং ইউনিয়নের বাগানপাড়া ফিশারী ঘাট এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার খবরে বিজিবির একটি দল ঘটনাস্থলে অবস্থান নেয়। এক পর্যায়ে মিয়ানমার সীমান্তের দিক থেকে হেঁটে সন্দেহজনক চারজন ব্যক্তিকে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেয়। এ সময় তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করলে বিজিবির সদস্যরা ধাওয়া দিয়ে আটক করে এবং তাদের শরীরে তল্লাশি করে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করে।
বিজিবি সুত্রে জানা গেছে, উদ্ধারকৃত ইয়াবার মূল্য তিন কোটি ষাট লাখ টাকা। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে।