নারায়নগন্জ প্রতিনিধি ( মোঃ শফিকুল ইসলাম ) বালু ভরাট করে সোনারগাঁয়ে মেঘনা নদী দখলের অভিযোগ উঠেছে সোনারগা রিজোর্ট সিটি ওনামের একটি কম্পানির বিরুদ্ধে। ব্যাবসায়ী শাহজালালের নেতৃত্বে এ নদী দখল চলছে বলে অভিযোগ স্হানীয় দের।এ বিষয়ে ব্যাবস্হা নেওয়ার জন্য স্হানীয় প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন এলাকাবাসী।
সরজমিনে জিয়ানগর এলাকায় মেঘনার তীরে গিয়ে দেখা যায়, কয়েকটি শক্তিশালী ড্রেজার বসিয়ে বালু ভরাটের কাজ করছেন।
জানা যায় পিরোজপুর এলাকার কাঠ ব্যাবসায়ী শাহজালাল প্রায় ৮ বছর আগে হাই স্প্রিড নামের এক শীপইর্য়াড কম্পানিকে ১০ একর জমি কিনে দেন।
সে সময় তিনি ওই কম্পানি গুলোর পক্ষে বালু ফেলে অবৈধ ভাবে মেঘনা নদী ভরাট করা শুরু করলে স্হানীয় প্রশাসন বালু ভরাট কাজ বন্ধ করে দেন।পরে সোনারগা রিজোর্ট সিটি এ জায়গা কিনে নেন।
সম্প্রতি পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য কবির হোসেন, আফজাল ও ব্যাবসায়ী শাহজালাল এর নেতৃত্বে ৩০-৩৫ জনে একটি সিন্ডিকেট সোনারগা রিজোর্ট সিটির পক্ষে পুনরায় বালু ভরাটে মেঘনা নদী দখল করছেন।
গ্রামবাসীরা এতে বাধা দিয়ে কোন প্রতিকার পাচ্ছে না। বালু ভরাট কারীরা এলাকাবাসী হওয়ায় কেউ মুখ খুলতে সাহস পায় না।
জিয়ানগর গ্রামের মোবারক হোসেন বলেন,যেভাবে কবির মেম্বার ও আফজাল নদী ভরাট করছে কিছু পর নদীতে গিয়ে কাজকর্ম করে খাওয়ার কোন পথ থাকবে না।এতে বাঁধা দিতে গেলে চাঁদাবাজির মামলা দিবে বলে হুমকি দেয়।
এ বিষয়ে কবির মেম্বার এর সাথে যোগাযোগ করলে তিনি এর সাথে জড়িত নেই বলে স্ট্রেট বলে দেন।
স্হানীয় ব্যাবসায়ী শাহজালাল এর সাথে যোগাযোগ করতে চাইলে ও তাকে পাওয়া যায় নি।