সাকিব আল হাসান, রৌমারী( কুড়িগ্রাম): কুড়িগ্রামের চিলমারীতে সড়ক মেরামতের নামে চলছে অনিয়ম আর দুর্নীতি। হাতের টানেই উঠে আসছে পিচ। এলাকাবাসীর বাধা। কর্তৃপক্ষ নীরব।
সুত্রে জানা গেছে, উপজেলার থানাহাট গাবতলা (গাবতলী) থেকে রানীগঞ্জ ইউপি অফিস পর্যন্ত ৫ কিলো ৮০০ মিটার সড়ক মেরামতের জন্য এলজিইডি’র অধীনে ৬৩ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। কাজটি পান সিয়াম বিল্ডার্স নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান। নিয়ম-নীতিকে তোয়াক্কা না করেই কর্তৃপক্ষের সামনেই অনিয়ম আর দুর্নীতির আশ্রয় নেয় ঠিকাদার প্রতিষ্ঠানটি। আর অনিয়মের মধ্য দিয়েই কাজ চালিয়ে যাচ্ছে।
অনিয়ম করলেও অজ্ঞাত কারণে নীরব রয়েছেন কর্তৃপক্ষ। অপরিষ্কার রাস্তা পরিষ্কার না করেই দ্রুত মেরামত (কার্পেটিং) করায় হাতের বা লাঠির ঘষায় উঠে যাচ্ছে পিচ। বিটুমিনের পরিমাণ কম হওয়ায় চাকার আঁচড়েই উঠছে পাথর। গতকাল সরজমিন দেখা গেছে, নিম্নমানের উপকরণ দিয়ে চলছে রাস্তা মেরামতের কাজ।
এছাড়াও রাস্তা বালু, মাটি পরিষ্কার না করেই মেরামত করায় হাত দিয়ে টান দিলেই উঠে যাচ্ছে কাপের্টিং (পিচ)। ক্ষোভ প্রকাশ করে ইউপি সদস্য বক্তার আলী জানান, কাজের মান খুবেই নিম্ন এছাড়াও কাজের সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে পিচ।
তিনি আরো জানান, নিম্নমানের কাজের ব্যাপারে আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি কিন্তু তাদের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেয়া হয়নি।
এলাকাবাসী জানান, একে তো বিটুমিনের পরিমাণ কম এছাড়াও বালু মাটি মিশ্রিত পাথর দিয়ে ক্ষমতার জোরে কাজ চালিয়ে যাচ্ছেন দায়িত্বরতরা। তারা জানান, হাত দিয়ে টান দিলেই পিচ উঠে যাচ্ছে। অভিযোগ আমলে না নিয়ে কর্তৃপক্ষ কাজ চালিয়ে যাওয়ায় পরে এলাকাবাসী কাজ বন্ধ করে দেন। কার্পেটিং মেরামত চললেও কাজের স্থানে এলজিইডি’র কোনো দায়িত্বরত কর্মকর্তা বা কর্মচারীর দেখা মেলেনি। যে স্থানগুলোতে সমস্যা হয়েছে তা আবারো মেরামত করা হবে বলে জানায় ঠিকাদার প্রতিষ্ঠান।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি জানান, আমি সরজমিন গিয়েছিলাম এবং একজন লোকও রেখেছি, আশা করি আর সমস্যা হবে না।