মো.নাছির উদ্দিন-হোমনা-প্রতিনিধিঃ কুমিল্লার হোমনায় যুবলীগের সম্মেলন থেকে ফেরার পথে কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের গাড়িবহরে হামলা করেছে সন্ত্রাসীরা। এ সময় কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়েছে। এতে হোমনা যুবলীগের নবনির্বাচিত সভাপতি খন্দকার নজরুল ইসলামসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
আহতরা হলেন-ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, মো. রাসেল,মাহমুদ, তানভীর, বাপ্পি, জনি, শাকিল, মো. ফরিদ, মামুন, শরিফ ও লিটন। আহতদের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গত মঙ্গলবার (২২ ডিসেম্বর) হোমনা উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে ঢাকায় ফেরার পথে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী যুবলীগ নেতারা জানান,যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী লায়ন শাহ আজম বিটু কাউন্সিল ভোটে হেরে যাওয়ায় সভাপতিসহ কেন্দ্রীয় নেতারা ঢাকায় ফেরার পথে ৩০-৪০ জন সন্ত্রাসী কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের গাড়িবহরে অতর্কিত হামলা চালায়। এতে সদ্যনির্বাচিত যুবলীগের সভাপতি খন্দকার নজরুল ইসলামসহ অন্তত ১০ জন আহত হন।
জানা গেছে, যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ এবং কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
সম্মেলনে সভাপতি পদে প্রার্থী হোন খন্দকার নজরুল ইসলাম ও জহিরুল ইসলাম কিশোর কিন্তু কিশোর প্রার্থীতা প্রত্যাহার করায় খন্দকার নজরুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হোন।সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন সাতজন, পাঁচ জন প্রার্থীতা প্রত্যাহার করে নিলে কায়সার আহমেদ বেপারী এবং শাহ আজম বিটুকে সমঝোতায় আসার সুযোগ দেয়।সমঝোতা না হওয়ায় দুজনের মধ্যে ভোট অনুষ্ঠিত হয়, কাউন্সিলর ভোটে মো. কায়সার আহাম্মেদ বেপারি ৯৯ ভোট পেয়ে যুবলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং লায়ন শাহ আজম বিটু ৪১ ভোট পেয়ে পরাজিত হন।
উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. কায়সার আহাম্মেদ বেপারি বলেন লায়ন শাহ আজম বিটু যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী হয়ে কাউন্সিলে হেরে গিয়ে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা করেছে। এতে সদ্যনির্বাচিত সভাপতিসহ কয়েকজন আহত হয়েছেন। আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণসহ সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছি।
সদ্য কানাডা ফেরৎ সাধারণ সম্পাদক প্রার্থী লায়ন শাহ আজম বিটুর মোবাইল নম্বর বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কায়েস আকন্দ জানান,কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খান নিখিল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের গাড়ী বহরে হামলা এবং উপজেলা যুবলীগের সভাপতি নজরুল ইসলাম ও তার সমর্থকদের উপর হামলার অভিযোগে কাউসার বেপারী ৩০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে, এঘটনায় একজনকে আটক করা হয়েছে বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী বলেন, সন্ত্রাসীদের কোনো ছাড় নেই। সন্ত্রাসী যেই হোক না কেন, তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।
গতকাল ২৩ ডিসেম্বর উপজেলা আওয়ামী যুবলীগের নবনির্বাচিত সভাপতি খন্দকার নজরুল ইসলাম এর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র ও নিন্দা প্রতিবাদ জানিয়ে প্রতিবাদী র্যালী ও প্রেস ব্রিফিং করেন আওয়ামী যুবলীগের সভাপতি খন্দকার নজরুল ইসলাম।
উল্লেখ্য শাহ আজম বিটু ছাত্রদলের রাজনীতির মাধ্যমে রাজনীতিতে হাতেখড়ি,হোমনা ডিগ্রী কলেজ থেকে ছাত্রদলের হয়ে ভিপি নির্বাচন করেন,পরে আওয়ামী যুবলীগে যোগদান করেন, এবং যুবলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন,দীর্ঘদিনে কানাডায় প্রবাস জীবন যাপন করে কিছুদিন আগে দেশে এসে হোমনা পৌর মেয়র পদে নির্বাচনের ঘোষণা দেন।